সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী চিলাউড়া গ্রামের মরহুম হারীছ উল্লাহ এর ছেলে

হাজী আনোয়ার মিয়া তিনি যুক্তরাজ্যে বসবাস করে ও দেশের গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য প্রতিষ্ঠা করেন” আনোয়ার মিয়া ট্রাস্ট”। যার অগ্র যাত্রা শুরু হয় ২০১৪ সাল থেকে।


তিনি বিগত নয় বছর যাবৎ গরিব অসহায় মানুষদেরকে সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী দিয়ে আসছেন।


আনোয়ার মিয়া ট্রাস্ট এর সংক্ষিপ্ত বিবরণী:

প্রতিষ্ঠাতা: হাজী আনোয়ার মিয়া

গ্রাম: চিলাউড়া,জগন্নাথপুর,সুনামগঞ্জ


আনোয়ার মিয়া ট্রাস্ট এর শাখা:

প্রথম শাখা: চিলাউড়া বাজার (ম্যানেজার. আব্দুল মমিন)

দ্বিতীয় শাখা: বিশ্বনাথ (কালীগঞ্জ)

তৃতীয় শাখা: সিলেট বালুচর জোনাকি


তিনটি শাখায় প্রত্যেক মাসে প্রায় ৫ লক্ষ টাকা ত্রাণ বিভিন্ন গরীব দরিদ্র অসহায় মানুষ কে সহযোগিতা করে আসছে আনোয়ার মিয়া ট্রাস্ট।


প্রত্যেকটি শাখায় খাদ্য সামগ্রী সহযোগিতা’র পরিমাণ:

৫কেজি চাউল, ৫০০ গ্রাম তেল, ২কেজি পেঁয়াজ, ২কেজি আলো, ১কেজি লবণ সহ আরো বিভিন্ন সামগ্রী ত্রাণ দিয়ে থাকেন।


অন্যান্য কাজে অবদান:

হাজী আনোয়ার মিয়া ট্রাস্ট অসহায় হত দরিদ্র মানুষের মেডিকেল খরচ সহ বিভিন্ন গরীব পরিবারের বৈবাহিক খরচ দিয়ে আসছেন। এমনকি তিনি যাদের ঘর বাড়ি নেই তাদের ঘর নির্মাণ করতে অর্থ দিয়ে সাহায্য করে আসছেন। প্রতিমাসে গরিব অসহায় মানুষদের মাঝে কাপড় বিতরণ করে থাকেন।


 


আমরা আনোয়ার মিয়া ট্রাস্ট এর সফলতা এবং ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা’র দীর্ঘায়ু কামনা করি



রিপোর্টার: হোসাইন আহমেদ নোমান

Post a Comment

নবীনতর পূর্বতন