a7ccecd5 3ad6 4f5d aeb7 d251d80cc8cd

গত ২৮ সেপ্টেম্বর ২০২৩ চিলাউড়া ক্রিয়া সংস্থার জার্সি   আপার অনুষ্ঠানের আয়োজন করে চিলাউড়া ক্রিয়া সংস্থার উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী জনাব তোফাজ্জল হোসাইনউপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুল আলীম সাহেবউপস্থিত ছিলেন সাবেক মেম্বার ছব্বির মিয়া,  শালিসী ব্যক্তি বাদল আহমেদউপস্থিত ছিলেন ক্রিয়াপ্রেমিক সেলিম আহমেদদবির আহমেদ, উপস্থিত ছিলেন আরো অনেকে।।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সংগঠনের সকল সদস্যরা।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন নাইম আহমেদমানিক আহমেদ,

 

সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী জনাব তোফাজ্জল হোসাইন। বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান শাহিদুলইসলাম বকুল।

 

চেয়ারম্যান সাহেব বলেন চিলাউড়া গ্রামের যেভাবে বিভিন্ন ক্লাব গুলো সামাজিক কাজে অংশ নিচ্ছে ইনশাআল্লাহ খুব শিগ্রই আমাদের এলাকায় আরো মানুষ সামাজিক কাজে এগিয়ে আসবে এবং সমাজকে আরো সুন্দর উন্নত করতে সাহায্য করবে।

 

এবং তিনি ধন্যবাদ জানান তোফাজ্জল হোসেন কে জার্সি এবং আপার চিলাউড়া ক্রিয়া সংস্থার সদস্যদেরকে উপহার দেওয়ারজন্য।।

Post a Comment

নবীনতর পূর্বতন