সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া ইউনিয়নে সামাজিক ও খেলাধুলা বিষয়ক সংগঠন সোহাগ এন্ড ফারহান চিলাউড়া স্পোর্টস ক্লাবের উদ্যোগে চিলাউড়া গ্রামের প্রবাসী সম্মানীয় ব্যক্তিদের কে সম্মাননা স্মারক তুলে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের গত ২২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে চিলাউড়া বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান হয়। এতে ৫নং চিলাউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব হাজী আব্দুল গফুর সাহেব এর সভাপতিত্বে সোহাগ এন্ড ফারহান চিলাউড়া স্পোর্টস ক্লাবের ক্লাবের পরিচালনা কমিটির সদস্য তুহিন রহমান এর পরিচালনায়
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের পরিচালনা কমিটির সদস্য হোসাইন আহমেদ।
বক্তব্য প্রদান করেন সংবর্ধিত আওয়ামীলীগ নেতা সমাজ সেবক জনাব জিল্লুর রশিদ লিল মিয়া সাহেব, সমাজ সেবক জনাব আরজু মিয়া সাহেব, তরুণ উদ্যোক্তা ও ক্রিয়া সংগঠক জনাব তোফাজ্জল হোসেন এছাড়াও বক্তব্য রাখেন গ্রীস প্রবাসী মোঃ রাবেল মিয়া ।
এসময় উপস্থিত ছিলেন . রাজনৈতিক ব্যক্তি জনাব কদরিছ মিয়া,শালিশী ব্যক্তি জনাব আব্দুল গফুর সাহেব, শালিশী ব্যক্তি জনাব হানিফ উল্লাহ, বাজার ব্যবসায়ী জনাব ফারুক মিয়া, বাজার ব্যবসায়ী জনাব ফরুক মিয়া, বাজার ব্যবসায়ীজনাব আব্দুল মালেক, সাবেক মেম্বার ছব্বির মিয়া সাহেব , বাজার ব্যবসায়ী জনাব তাজুদ মিয়া, শালিশী ব্যক্তি জনাব হান্নান মিয়া, এছাড়াও ক্লাবের উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম তাজ, জনাব দিলোয়ার হোসেন দিলু মিয়া, জনাব ওলিউর রহমান ওলি, জনাব দবির মিয়া উপস্থিত ছিলেন
আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্যগণ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান
পরে সম্মাননা স্মারক তুলে দেন সম্মাননা স্মারক গ্রহণ করেন।
– জনাব লিল মিয়া…………. যুক্তরাজ্য প্রবাসী
– জনাব আব্দুল আলীম…… যুক্তরাজ্য প্রবাসী
– জনাব আরজু মিয়া……….. যুক্তরাজ্য প্রবাসী
– জনাব তুফাজ্জল হোসাইন…যুক্তরাজ্য প্রবাসী
– জনাব আরজু খান……. ফ্রান্স প্রবাসী…. উপদেস্টা
– জনাব আবুল কাসেম…. ইতালী প্রবাসী
– জনাব আমিন আলী … সৌদি আরব প্রবাসী
– জনাব জাহিদুল ইসলাম…. ফ্রান্স প্রবাসী
– জনাব মতিন মিয়া………. গ্রিস প্রবাসী
– জনাব রাবেল মিয়া……… গ্রিস প্রবাসী
– জনাব আওলাদ হোসেন…গ্রিস প্রবাসী
– কামরুজ্জামান…ইতালী গমন উপলক্ষে
– আলী আকবর…. মালটা গমন উপলক্ষে
– আবু সাঈদ……… সৌদি আরব গমন উপলক্ষে
– জনাব দিধান চন্দ্র গোপ…( উপজেলা প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় )
– আহমদ সালেহ রবিন… ( গোল্ডেন A+ এর জন্য সম্মাননা শুভেচ্ছা স্মারক)
– ফেরদাউস আহমদ শুভ… ( গোল্ডেন A+ এর জন্য সম্মাননা শুভেচ্ছা স্মারক)
– জাহিদ আহমেদ…. ( Best activity award )
উক্ত অনুষ্ঠানে সম্পূর্ণ অর্থায়ন করেন সোহাগ অ্যান্ড ফারহান চিলাউড়া স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল আউয়াল
একটি মন্তব্য পোস্ট করুন