পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামোর  বিত্তি  প্রস্থর স্থাপন উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি ছিলেন।

 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাহেব

১ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে চিলাউড়া আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ১ কোটি ২৫ লাখ ৭৪ হাজার ৯৩৭ টাকার জগন্নাথপুর-স্বজনশ্রী ভায়া চিলাউড়া সড়কে আরসিসি কাজের উদ্ধোধন ও শিক্ষা প্রকৌশল অতিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অতিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে চিলাউড়া রসুলপুর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবারহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে তিনি স্হানীয় আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

 

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর এর সভাপতিত্বে সমাবেশে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বক্তব্য দেন।

দিনব্যাপী অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন